নিজস্ব প্রতিনিধি, ঝালদা: এক যুবককে পেটানোর অভিযোগে ধৃত দুই যুবক। দুই যুবককে গ্রেফতার করল পুরুলিয়ার ঝালদা থানার পুলিশ। ধৃতরা হলো সুমন পরামানিক এবং কুণাল রাজোয়ার। দুজনেরই বাড়ি ঝালদা ৩ নম্বর ওয়ার্ডের গড়কুই এলাকায়। সোমবার তাদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
ঝালদা ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাধানাথ কুমার নামে যুবকের অভিযোগ, শনিবার ভোর রাতে তিনি একটি হোটেলের সামনে রাতের খাবার নেওয়ার জন্য দাঁড়িয়েছিলেন। আচমকা সেখানে ওই দুই যুবক তার উপর ঝাঁপিয়ে পড়ে। মারধরের ফলে তার চোখ থেকে রক্ত ঝরতে থাকে। অভিযুক্তরা তার মোবাইল ফোনটিও ছিনতাই করার চেষ্টা করে বলে অভিযোগ। অভিযোগ পাওয়ার পরই অভিযুক্তদের গ্রেপ্তার করে ঝালদা থানার পুলিশ।
admin@puruliamirror.com
Add your Biographical Information. Edit your Profile now.
Post Comment