নিজস্ব প্রতিনিধি,পুরুলিয়া:
রাজ্যের শাসকদলের অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মসূচি দিদির দূত–এর বাস্তবায়ন নিয়ে গভীর অসন্তোষ প্রকাশ করলেন মন্ত্রী মানস ভুঁইয়া। বৃহস্পতিবার পুরুলিয়া সফরে এসে তিনি সরাসরি অভিযোগ করেন, জেলার একাধিক ব্লকে বাংলার ভোট রক্ষা শিবিরের কাজ আশানুরূপ নয়, বরং বহু ক্ষেত্রেই “অত্যন্ত নিম্নমানের”।
পুরুলিয়া ২ নম্বর ব্লক, পুরুলিয়া শহর, নিতুড়িয়া ও পাড়া ব্লকের বেশ কিছু শিবির ঘুরে দেখেন মন্ত্রী। কোথায় গাফিলতি হয়েছে, কেন শিবিরগুলোর কাজ ঠিকমতো হয়নি, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
মানুষের স্বার্থে চালু হওয়া এই প্রকল্পে কোনও সমস্যা থাকলে তা দ্রুত সমাধানের লক্ষ্যে জেলা প্রশাসনকে সক্রিয় হওয়ার নির্দেশ দেন মন্ত্রী।
মন্ত্রী মানস ভুঁইয়া বলেন, “এই প্রকল্প মানুষের জন্য। কোথাও সমস্যা থাকলে আমরা মাঠে নেমে তা খতিয়ে দেখছি।”
এ ছাড়া দিদির দূত কর্মসূচির মাধ্যমে মানুষের সঙ্গে সংযোগ আরও শক্তিশালী করতে জেলা নেতৃত্বকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত সব শিবিরের মানোন্নয়নের দিকেও নজর দেওয়ার কথা জানিয়েছেন তিনি।











Post Comment