নিজস্ব প্রতিনিধি, বোরো:
ভুয়ো লটারি বিক্রি হচ্ছিল বেআইনি ভাবে ।মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে জামতোড়িয়া বড়গড়িয়া বাজারে একটি দোকানে হানা দিয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। বাজেয়াপ্ত হয়েছে বেশ কিছু লটারি। পুলিশ জানিয়েছে ধৃতের নাম অমল মাহাতো। তার বাড়ি বোরো থানার বড়গড়িয়া গ্রামে। বুধবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজত হয়।










Post Comment