insta logo
Loading ...
×

প্রেমের জোয়ারে তিন লাখি সেলফি পয়েন্ট

প্রেমের জোয়ারে তিন লাখি সেলফি পয়েন্ট

নিজস্ব প্রতিনিধি, নিতুড়িয়া :

‘আই লাভ নিতুড়িয়া।’

খনি অঞ্চলে ট্রেন্ডিং সেলফি পয়েন্ট। তাও আবার খোদ বিডিও অফিসে। সম্প্রতি নিতুড়িয়া পঞ্চায়েত সমিতির ওন ফান্ড থেকে বরাদ্দ ৩ লক্ষ টাকায় গড়ে উঠেছে সেলফি জোন। উদ্বোধন করেন নিতুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তিভূষণ প্রসাদ যাদব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিতুড়িয়ার বিডিও প্রবীরকুমার সিনহা।

রাজ্যের মানচিত্রে খনি অঞ্চল রূপে পরিচিত নিতুড়িয়া। গড়পঞ্চকোট প্রকৃতি পর্যটন কেন্দ্রে সারা বছরেই পর্যটকরা আসেন। জঙ্গল আর লম্বা টানা পাহাড় পর্যটকদের চোখ টানে। পর্যটন প্রেমীদের আগ্রহের দিকে লক্ষ রেখে পঞ্চায়েত সমিতির উদ্যোগে চালু হলো সেলফি পয়েন্ট।

পাশাপাশি অনগ্রসর শ্রেণি কল্যাণ বিভাগের অর্থানুকূল্যে ১১ লাখ ৯৬ হাজার টাকায় এই ব্লকের শালতোড়া শালুনিপাড়ায় একটি মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন হয়। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি মেনে গড়ে উঠল কমিউনিটি টয়লেট। নিতুড়িয়া পঞ্চায়েত সমিতির উদ্যোগে পঞ্চদশ অর্থ কমিশন থেকে ১০ লক্ষ ৯৬ হাজার টাকায় পারবেলিয়া বাজারে একটি কমিউনিটি টয়লেটেরও উদ্বোধন হয়।

এদিকে পর্যটকদের ভিড় হচ্ছে সেলফি পয়েন্ট উদ্বোধনের পর থেকেই। সে কথা স্বীকার করে নিয়েছেন নিতুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তিভূষণ প্রসাদ যাদবও। তিনি বলেন, ” এখন সেলফি জোন বা সেলফি পয়েন্ট রীতিমতো ট্রেন্ড। নিতুড়িয়ার গড় পঞ্চকোট বাংলার পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ। পর্যটকদের আনন্দের কথা মাথায় রেখে নিতুড়িয়াতে এই সেলফি পয়েন্ট করা হয়েছে।
সেলফি জোনে পর্যটকদের ভিড়ও দেখা যাচ্ছে। “

Post Comment