অমরেশ দত্ত, মানবাজার:
উৎকর্ষ বাংলার উদ্যোগ। মহিলাদের স্বনির্ভর ও কর্মের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আজ বৃহস্পতিবার মানবাজার ১ নং ব্লক ক্যাম্পাসে শুরু হলো উৎকর্ষ বাংলা প্রকল্পের অন্তর্গত গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং কোর্স অর্থাৎ সেলাই প্রশিক্ষণ। এদিন প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন মানবাজার ১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাশীষ ধর৷ উপস্থিত ছিলেন মানবাজার ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা মুদি সহ অন্যান্যরা।
জনগণের মসৃণ স্বাচ্ছন্দ্য পূর্ণ জীবন যাপন নিশ্চিত করতে এবং জাতীয় উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে বিনিয়োগ উৎপাদন, রপ্তানি ও কর্মসংস্থান বৃদ্ধির বিকল্প নেই। যে কোনো দেশেরই অর্থনীতিতে ক্ষুদ্র মাঝারি শিল্পের অবদান বেশি, এরমধ্যে অন্যতম হলো হস্তশিল্প।অনেক দেশে এটি অর্থনীতির চালিকাশক্তি হিসেবে বিবেচিত হয়। অর্থনীতির উন্নয়নে ও বেকারত্ব দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে হস্তশিল্প। মূলত এই লক্ষ্যকে সামনে রেখেই মহিলাদের স্বনির্ভর ও কর্মের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ বলে জানিয়েছে প্রশাসন।
Post Comment