নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
গোপন সূত্রে খবরের ভিত্তিতে বেআইনি বালি বোঝাই একটি ট্রাক্টর বাজেয়াপ্ত করল পুরুলিয়ার টামনা থানার পুলিশ। ঘটনায় বাজেয়াপ্ত ট্রাক্টর। পুলিশ সূত্রে জানা গিয়েছে , সোমবার রাতে গোপন সূত্রে তাদের কাছে খবর এসেছিল। সেই খবর পাওয়া পর কংসাবতী নদীর তীরে একটি ইট ভাটার সামনে অভিযান চালায় পুরুলিয়ার টামনা থানার পুলিশ। অভিযান চালানোর সময় চালক ও কয়েকজন পালিয়ে গেলেও ৮০ সি এফ টি বালি বোঝাই ওই ট্রাক্টর ও সাতটি বেলচা বাজেয়াপ্ত হয়। বাজেয়াপ্ত ট্রাক্টর চালক ও মালিকের বিরুদ্ধে একটি বিরুদ্ধে একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ।
Post Comment