নিজস্ব প্রতিনিধি , হুড়া:
গরু পাচারের সময় আটক পিকআপ ভ্যান। ঘটনায় চালক সহ তিন জনকে গ্রেফতার করেছে হুড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল হুড়া থানার কুস্টুকা গ্রামের বাসিন্দা সেখ অনিকুল এবং মানবাজার থানার গোঁসাইডি গ্রামের বাসিন্দা রবি গোপ এবং অশ্বিনী গোপ। সোমবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। রবিবার রাতে পুলিশে কাছে খবর আসে বেআইনি ভাবে একটি পিক আপ ভ্যানে গরু বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছে। গোপন সূত্রে এই খবরের ভিত্তিতে হুড়া থানার পুলিশ পুরুলিয়া – বাঁকুড়া ৬০-এ জাতীয় সড়কের লধুড়াকা মোড়ের অদূরে নাকা তল্লাশি শুরু করে। সেখানেই ওই গাড়িটি আটক করা হয়। পুলিশ সূত্রে আরো জানা গিয়েছে, ওই ছোট্ট পিক আপ ভ্যানের মধ্যে ঠাসা ঠাসি করে ১৩ টি গরু নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃতরা কোনো নথি পত্র দেখাতে পারেনি। আর তাই গরু বোঝাই গাড়িটি আটক করে তিনজনকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করেছে হুড়া থানার পুলিশ।
Post Comment