নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
দ্রুত গতিতে রাস্তার পাশে ঢুকে পড়লো একটি স্করপিও গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হলো এক ব্যক্তির।গুরুতর ভাবে আহত আরো চার জন।
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পুরুলিয়া- ধানবাদ ৩২ নম্বর জাতীয় সড়কের মাগুড়িয়া মোড়ের অদুরে। পুরুলিয়া শহর থেকে একটি স্করপিও রাস্তায় এক যুবককে ধাক্কা মেরে পালানোর সময় মাগুড়িয়া মোড়ে রাস্তার পাশে একটি দোকানে দোকানদার খদ্দের সহ পাঁচজনকে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় এক ব্যক্তির। আহত চার জনকে পুরুলিয়া দেবেন মাহাত গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় মানুষেরা যান চলাচল নিয়ন্ত্রণের দাবি তুলেছেন। বেপরোয়া যান চলাচলের জন্য ঘটছে দুর্ঘটনা বলে ঘটনাস্থলে এসে ক্ষোভ উগরে দেন বিজেপি নেতাও।
এই দুর্ঘটনায় জিৎ পাণ্ডে, দেবদাস মাহাতো, গোবর্ধন গঁরাই এই তিনজন দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। একজনকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মৃত ব্যক্তির নাম কৌশিক মোহন্ত (৪২)। তার বাড়ি নদীয়ার কৃষ্ণনগর এলাকায়। ওই ব্যক্তি পুরুলিয়া কোটশিলা ডবল লাইনের কাজে যুক্ত ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
Post Comment