নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া : বাড়ির সামনে থেকে উধাও স্কুটি। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে পুরুলিয়া শহরের ১০ নম্বর ওয়ার্ডের রাজাবাঁধ পাড়া এলাকায়। বৃহস্পতিবার পুরুলিয়া সদর থানায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে একটি চুরির অভিযোগ দায়ের করেন স্কুটির মালিক। ওই ব্যক্তি পুলিশকে জানিয়েছেন , ঘটনার দিন তিনি তার স্কুটিটি বাড়ির সামনে রেখেছিলেন। পরে তিনি দেখতে পান স্কুটিটি যথাস্থানে নেই। ওই ব্যক্তির অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ওই এলাকায় থাকা একাধিক সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
Post Comment