অমরেশ দত্ত, মানবাজার:
বিজ্ঞান কর্মশালা আয়োজিত হলো মাঝিহিড়া আশ্রম বিদ্যালয়ে। এমনিতেই শিক্ষাক্ষেত্রে পুরুলিয়া জেলার মাঝিহিড়া আশ্রম বিদ্যালয় একটি উজ্জ্বল নাম। সারাবছর ধরে এই বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি চলতে থাকে বিজ্ঞান, সংস্কৃতি ও সমাজশিক্ষা বিষয়ক চর্চা। তারই অঙ্গ হিসাবে গত ২৪ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত দ্যা ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্স ইন্ডিয়া (NASI)-র এবং সায়েন্স কমিউনিকেটর্স ফোরামের অ্যাকাডেমিক সহযোগিতায় সম্পন্ন হল চারদিনের একটি বিজ্ঞান কর্মশালা। এই কর্মশালায় অষ্টম শ্রেণির মোট ৫০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। চারদিন ধরে আনন্দের সঙ্গে ছাত্রছাত্রীরা হাতে কলমে শিক্ষার মাধ্যমে বিজ্ঞানের নানা বিষয় নিয়ে চর্চা করে। কর্মশালার শেষ দিনে একটি সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়। কর্মশালার সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার যুগ্ম সম্পাদক সুব্রত রায়,বিদ্যালয়ের সম্পাদক মুক্তি মাহাত, মাঝিহিড়া আশ্রম পি টি টি আই -এর অধ্যক্ষ শ্যামল চক্রবর্তী, শিক্ষকবৃন্দ ও বিজ্ঞান মনস্ক শিক্ষানুরাগী মানুষজন। সামগ্রিকভাবে চারদিনের এই কর্মশালাটি ছাত্র ছাত্রী, শিক্ষক সহ সমস্ত শিক্ষানুরাগী মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। অনুষ্ঠানের শেষে কর্মশালায় অংশগ্রহনকারী প্রত্যেকের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়।
Post Comment