insta logo
Loading ...
×

কালকের হবু বিজ্ঞানী আজ পুরুলিয়ায়

কালকের হবু বিজ্ঞানী আজ পুরুলিয়ায়

বিশ্বজিৎ সিং সর্দার, পুরুলিয়া :

একেবারে হাতেকলমে বিজ্ঞান শিক্ষার সুযোগ নিয়ে ফের পুরুলিয়ায় শুরু বিজ্ঞান মেলা। আয়োজক পুরুলিয়া সায়েন্স মিউজিয়াম। ১৯৬৮ সাল থেকে পুরুলিয়া সায়েন্স মিউজিয়ামে অনুষ্ঠিত হচ্ছে বিজ্ঞান ভিত্তিক মেলা। এবছর জেলার বিভিন্ন প্রান্ত থেকে ১৫৭ জন এই মেলায় অংশগ্রহণ করে। তাদের হাতে তৈরি বিভিন্ন মডেল নিয়ে এই মেলায় প্রদর্শনী করা হয়।

মেলাতে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীরা যে সমস্ত মডেল উপস্থাপন করে তাদের মধ্যে থেকে কৃতী ছাত্র-ছাত্রীদের রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়। জানালেন জেলা বিজ্ঞান কেন্দ্রের আধিকারিক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়। মেলায় অংশগ্রহণকারী পড়ুয়া পূর্বা সরকার, প্রত্যয় ঝা প্রমুখ জানায় যে, এই বিজ্ঞান মেলা হওয়ায় তাদের অনেকটাই উপকার হচ্ছে। তাদের জ্ঞানের পরিধি বাড়ছে। তাদের কাজের মূল্যায়ন হচ্ছে।

Post Comment