insta logo
Loading ...
×

প্রকৃতিকে ক্যামেরায় আঁকছে মানবাজারের জাদুকর

প্রকৃতিকে ক্যামেরায় আঁকছে মানবাজারের জাদুকর

অমরেশ দত্ত, মানবাজার:

প্রাকৃতিক দৃশ্যকে ক্যামেরাবন্দি করা তার শখ। নাম কৌশিক রজক। বাড়ি মানবাজার রজক পাড়ায়। যেখানে বর্তমান প্রজন্ম মোবাইলে সোশ্যাল মিডিয়ার ভার্চুয়াল সম্পর্কে আর গেম খেলাতে ব্যস্ত, সেখানে মানবাজার রাধামাধব হাইস্কুলের একদশ শ্রেণির ছাত্র কৌশিক চায় ক্যামেরাকে তুলি করে প্রকৃতিকে জ্যান্ত করে তুলতে।

তার চিন্তাভাবনা বরাবরই একটু অন্যধরনের। মধ্যবিত্ত পরিবারের ছেলে কৌশিকের কথায়, “গাছপালা, ফুল, পশু পাখি সহ বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যকে মোবাইলের ক্যামেরাতে বন্দি করে রাখা আমার নেশা। তার স্বপ্ন, ভবিষ্যতে একজন ভালো ফটোগ্রাফার হিসেবে প্রতিষ্ঠিত হওয়া। তার তোলা ছবি ইতিমধ্যেই জাদু করেছে সোশ্যাল মিডিয়ায়। একের পর এক ছবি ভাইরাল। এখন কৌশিকের পাখির চোখ ডিস্ট্রিক্ট ইউথ ফেস্টিভ্যাল।এই ফেস্টিভ্যালে ফটোগ্রাফি প্রতিযোগিতায় নিজের সেরাটা তুলে ধরা ও ভালো ফলাফল করাই মানবাজারের কিশোরের আশু লক্ষ্য।

Post Comment