insta logo
Loading ...
×

খাদ্য উৎসবে মাতলো স্কুলের কচিকাঁচারা

খাদ্য উৎসবে মাতলো স্কুলের কচিকাঁচারা

অমরেশ দত্ত, পুঞ্চা:

পশ্চিমবঙ্গ সরকার এবং শিক্ষাদপ্তরের নির্দেশ অনুযায়ী স্টুডেন্টস উইক পালনের অংশ হিসেবে আজ পুঞ্চা ব্লকের অন্তর্গত লাখরা উপেন্দ্রনাথ হাইস্কুলে অনুষ্ঠিত হলো ফুড ফেস্টিভ্যাল। বর্তমান শিক্ষাব্যবস্থাকে আরও ছাত্রনুরাগী করে তোলার উদ্দেশ্যেই এই প্রয়াস।

অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল নানা ধরনের খাবার। ছিলো লুচি, পরোটা, আলুর দম, ফ্রেঞ্চ ফ্রাই, ফুচকা ইত্যাদি। পড়াশুনোর পাশাপাশি ছাত্র ছাত্রীরা যাতে আগ্রহের সঙ্গে এইসব অনুষ্ঠানেও অংশগ্রহণ করে, সেই উদ্দেশ্যে এই খাদ্য উৎসব। স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষকের কথা অনুযায়ী, এই ভাবে ব্যবহারিক দিক থেকে পড়াশোনাকেও চালিয়ে নিয়ে গেলে স্কুলছুটের সংখ্যা অনেক কমবে।

Post Comment