insta logo
Loading ...
×

তরুণের স্বপ্ন ভঙ্গে আরও বাড়ল কেলেংকারি!

তরুণের স্বপ্ন ভঙ্গে আরও বাড়ল কেলেংকারি!

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :


একদিকে বোরো, অন্যদিকে রঘুনাথপুর। তরুণের স্বপ্ন ভঙ্গে আরও বাড়ল কেলেংকারি! ভিন্ন অ্যাকাউন্টে চলে গেছে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা। পুরুলিয়া জেলায় বৃদ্ধি পেল ট্যাব কেলেংকারির সংখ্যা। পুলিশ জানিয়েছে পুরুলিয়া জেলার বোরো থানার চন্দনপুর উচ্চ বিদ্যালয় এবং রঘুনাথপুরের গগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের অভিযোগের প্রেক্ষিতে পৃথক দুটি মামলা রুজু হয়েছে।
অভিযোগ, ওই দুই স্কুলের দ্বাদশ শ্রেণীর দুই পড়ুয়ার ট্যাবের টাকা চলে গিয়েছে অন্যের অ্যাকাউন্টে। এখনও পর্যন্ত পুরুলিয়ায় মোট ৭ টি স্কুল থেকে মিলেছে ট্যাব কেলেংকারির অভিযোগ। এখন অবধি ৪১ জন পড়ুয়ার ট্যাবের টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে আলাদা আলাদা মামলা রুজু হয়েছে।

Post Comment