নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
তিন দিন ধরে অখণ্ড হরিনাম সংকীর্তন চলছে পুরুলিয়া ১ নং ব্লকের মানাড়া ও ডুঁড়কু গ্রামে। হরিনামে পুণ্য লাভের আশায় কাতারে কাতারে হাজির হচ্ছেন এলাকার মানুষজন। ভিন জেলা এমনকি ভিন রাজ্য থেকেও সংকীর্তনের টানে আসছেন অনেকে। অখন্ড হরিনাম সংকীর্তনের শেষ সন্ধ্যায় শনিবার
উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাত।
Post Comment