নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া
শবর পাড়ায় গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো। কিছুদিন আগেই নিম্নচাপের জেরে পুরুলিয়া ১ নম্বর ব্লকের ভান্ডারপুয়াড়া-চিপিদা গ্রাম পঞ্চায়েতের মালডি খেড়িয়া পাড়ার শবর পরিবার গুলি ক্ষতিগ্রস্ত হয়। বিষয়টি সভাধিপতির কানে যেতেই রবিবার তিনি ওই এলাকায় গিয়ে তাদের হাতে ত্রিপল বিলি করেন। তাদের সমস্যায় সব সময় পাশে থাকার আশ্বাস দেন তিনি।
Post Comment