insta logo
Loading ...
×

পিএইচই-র কাজে অসন্তুষ্ট সভাধিপতি

পিএইচই-র কাজে অসন্তুষ্ট সভাধিপতি

নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:

ঢিমেতালে কাজ করছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। এবার জেলা উন্নয়ন বৈঠকে বিভিন্ন দপ্তরের পর্যালোচনায় সেই কথাই নিজের অসন্তোষে ব্যক্ত করে জানালেন স্বয়ং সভাধিপতি নিবেদিতা মাহাতো। শুক্রবার পুরুলিয়ার সার্কিট হাউসে আয়োজিত হয় জেলা উন্নয়ন বৈঠক। সেখানে বিভিন্ন দপ্তরের পর্যালোচনায় বসে এই দপ্তরের কাজ সম্পর্কে নিজের অসন্তুষ্টি ব্যক্ত করলেন তিনি।
সমস্যা দীর্ণ পিএইচই। বিভিন্ন কারণে প্রতিনিয়ত এই দপ্তর সমস্যায় ভোগে বলে অভিযোগ। কোথাও সমস্যা রয়েছে কারিগরি নিয়ে। কোথাও জমি সংক্রান্ত জট। কর্মী সংকট রয়েছে সর্বত্র। কোথাও কর্মী থাকলেও তাদের উদাসিনতায় কাজ হয় না বলে অভিযোগ। ফলে প্রতিদিন গ্রাম পঞ্চায়েত, ব্লক, জেলা পরিষদ সর্বত্র অভিযোগ জমা পড়ছে এই দপ্তরের বিরুদ্ধে।
সভাধিপতি বলেন, ” এই দপ্তর নিয়ে নানান সমস্যা। কোথাও জমির সমস্যা আছে, কোথাও আছে কারিগরি বিষয়ক সমস্যা। কর্মী সংকটও রয়েছে। এই সমস্যাগুলো দ্রুত কাটিয়ে ওঠা প্রয়োজন ।” এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানি টুডু, পুরুলিয়া জেলা পরিষদের সহ-সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, জেলাশাসক রজত নন্দা ও অতিরিক্ত জেলাশাসকরা। ঠিক কেমন অভিযোগ রয়েছে জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের বিরুদ্ধে? বিভিন্ন ব্লকে পাইপ লাইন থেকে জল চুরি হলেও জনস্বাস্থ্য কারিগরি দপ্তর কোন ব্যবস্থা নেয় না। এমনকি অভিযোগ জানানো হলেও চুপ থাকে তারা। প্রতিনিয়ত গ্রামীণ এলাকার মানুষজন সমস্যায় পড়েন। এদিনের বৈঠকে আনন্দধারার কাজ কর্মও সমালোচিত হয়েছে।

Post Comment