insta logo
Loading ...
×

শহীদ স্মরণে সারহুল

বিশ্বজিৎ সিং সর্দার বলরামপুর :

শাল গাছে এলে ফুল,
নাচে গানে সারহুল।

বীর শহীদ জিলপা লায়ার শহীদ দিবসকে স্মরণ করে রাখতে অনুষ্ঠিত হলো ভূমিজ সারহুল উৎসব। পশ্চিমবঙ্গ আদিবাসী ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতির উদ্যোগে রবিবার বলরামপুর থানার বৃন্দাবনপুর গ্রামে আয়োজিত হয় অনুষ্ঠানটি। প্রত্যেক বছর বীর শহীদ জিলপা লায়ার শহীদ দিবসের দিন অর্থাৎ এপ্রিলের ১৩ তারিখে অনুষ্ঠিত হয় ভূমিজ সমাজের সারহুল । জাহের থানে পূজা, বৃন্দাবনপুর মোড়ে অবস্থিত বীর শহীদ জিলপা লায়ার মূর্তিতে মাল্যদান, আদিবাসী ভূমিজ সমাজের সংস্কৃতিক অনুষ্ঠানে সাজানো হয়েছিল এদিনের উৎসব।

উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ আদিবাসী ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতির সম্পাদক লক্ষী নারায়ণ সিং সর্দার, কোষাধক্ষ্য ঠাকুরদাস সিং সর্দার, ভূমিজ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান রামপদ সিং সর্দার প্রমুখ।

উল্লেখ্য প্রকৃতির উৎসব হলো সারহুল। আদিবাসী সাঁওতাল সমাজের সারহুল বা বাহাবঙ্গা ফাল্গুন মাসে শুরু হয়, চলে দোল পূর্ণিমা পর্যন্ত। অন্যদিকে আদিবাসী ভূমিজ সম্প্রদায়ের সারহুল বা হাদি বঙ্গা ফাল্গুন মাসে শুরু হয়ে বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়া পর্যন্ত চলে।

Post Comment