অমরেশ দত্ত, মানবাজার:
ঘন কুয়াশা। তাও অন্ত নেই উৎসাহের। কচিকাঁচাদের এই উৎসাহকে পাথেয় করে
প্রতি বছরের মতো এ বছরও অনুষ্ঠিত হলো মানবাজার সরস্বতী শিক্ষা সদনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। মানবাজার রাধামাধব হাইস্কুল মাঠে দুদিন ব্যাপী অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা। আজ রবিবার দ্বিতীয় দিনে ঘন কুয়াশাকে উপেক্ষা করে ১০০ মিটার দৌড়, অঙ্ক দৌড়, বল থ্রো সহ বিভিন্ন ইভেন্টে খুদে প্রতিযোগীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
Post Comment