নিজস্ব প্রতিনিধি, সাঁতুড়ি
রাজ্যের সাহায্যপ্রাপ্ত অর্থে পুরুলিয়ার সাতুড়ি থানার ২৪টি পুজো কমিটির হাতে অনুদানের চেক তুলে দেওয়া হলো। সাঁতুড়ি থানা এলাকায় মোট ২৭ টি পুজো কমিটি রয়েছে। তার মধ্যে ২৪ টি সরকারি খাতায় নাম রয়েছে। সোমবার ওই চেক প্রদান অনুষ্ঠানে ছিলেন রঘুনাথপুর মহকুমা পুলিশ আধিকারিক রোহেদ শেখ ,সাঁতুড়ির বিডিও পার্থ দাস, ওসি বিশ্বজিৎ মন্ডল প্রমুখ l
Post Comment