নিজস্ব প্রতিনিধি, জয়পুর:
সরকারি ভাবে তৈরি হয়নি বালি তোলার ঘাট। ফলে শত নিষেধাজ্ঞা সত্ত্বেও অবৈধ ভাবে বালি পাচার চলছেই। ফের তেমনই বালি বোঝাই একটি ট্রাক্টর বাজেয়াপ্ত করল পুরুলিয়ার পুলিশ। জয়পুর থানার পুলিশ ফের ঠেকালো বেআইনি বালি পাচার । মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে জয়পুর থানার পুলিশ হানা দেয় পুরুলিয়া – বোকারো ১৮ নং জাতীয় সড়কের ওপর বড়গ্রাম স্কুল মোড়ের কাছে পৌঁছায়। পুলিশকে দেখতে পেয়েই বালি বোঝাই ট্রাক্টরটি ছেড়ে চালক পালিয়ে যায়। এই ঘটনায় বাজেয়াপ্ত ট্রাক্টরের চালক ও মালিকের বিরুদ্ধে একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে জয়পুর থানার পুলিশ।









Post Comment