বিশ্বজিৎ সিং সর্দার, বলরামপুর:
অবৈধ ভাবে বালি পাচার করার পথে দুটি বালি বোঝাই ট্রাক্টর আটক করল বলরামপুর থানা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত্রে বলরামপুর থানার পুলিশ বিশেষ সূত্র মারফত জানতে পারে যে দুটি ট্রাক্টর বেআইনি ভাবে বালি পাচার করছে। খবর পেয়ে গাড়ি দুটিকে ধাওয়া করে পুলিশ। বলরামপুর কলেজের নিকটবর্তী তেঁতলো গ্রামের রাস্তায় ওই দুটি গাড়িকে আটক করা হয়। পুলিশ ধাওয়া করছে দেখে ট্রাক্টর ছেড়ে পালায় উভয় গাড়ির চালক। পরে বালি বোঝাই দুটি ট্রাক্টর বলরামপুর থানায় নিয়ে আসা হয়।










Post Comment