নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: ট্রাক্টরে বালি আনলে সহজেই ধরছে পুলিশ৷ ফলে বে আইনি ভাবে বালি পাচারের নতুন বাহন টোটো। পুলিশের নজর থেকে বাঁচল না বালি বোঝাই টোটো। রবিবার মধ্যরাতে পুরুলিয়া শহরের বিটি সরকার রোডের কাছ থেকে ১৮ বস্তা বালি বোঝাই টোটোটি বাজেয়াপ্ত করে পুরুলিয়া সদর থানার পুলিশ। পুলিশকে দেখে টোটো ছেড়ে চালক পালিয়ে যায়। মামলা রুজু হয়েছে চালক ও মালিকের বিরুদ্ধে।
Post Comment