insta logo
Loading ...
×

পুরুলিয়া শহরে বালি বাজেয়াপ্ত

পুরুলিয়া শহরে বালি বাজেয়াপ্ত

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: বেআইনি বালির বিরুদ্ধে অভিযান চলছেই। পুরুলিয়া শহরে বাজেয়াপ্ত হলো ১৪ বস্তা বালি। সম্প্রতি একটি টোটো বেআইনি ভাবে বস্তা ভর্তি বালি বোঝাই করে ভাটবাঁধের দিক থেকে ভিক্টোরিয়া স্কুল মোড়ের দিকে আসছিলো। পুলিশ খবর পেয়ে ওই বালি বাজেয়াপ্ত করলেও টোটোর চালককে পাওয়া যায়নি। তবে টোটো চালক ও মালিকের বিরুদ্ধে স্বত:প্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ।

Post Comment