নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
বালি বোঝাই ট্রাক্টর বাজেয়াপ্ত করল পুলিশ। গ্রেফতার ট্রাক্টর চালক সুজিত মাহাত। তার বাড়ি ঝালদা থানার বান্দুলহর গ্রামে।
অবৈধ ভাবে বালি ভর্তি ট্রাক্টর আসছে, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ঝালদা থানার ডুমুরডি গ্রামে পৌঁছায়। চালকের কাছে বালি পরিবহনের কোন বৈধ নথি ছিল না। বাজেয়াপ্ত করা হয় ৯০ সিএফটি বালি বোঝাই ওই ট্রাক্টরটি। চালককে গ্রেফতার করা হয়। বাজেয়াপ্ত ট্রাক্টরের মালিকের বিরুদ্ধেও মামলা রুজু করেছে ঝালদা থানার পুলিশ।
বুধবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজত হয়।










Post Comment