নিজস্ব প্রতিনিধি, কেন্দা :
বালি তোলার সময় বমাল একটি ট্রাক্টর বাজেয়াপ্ত করল কেন্দা থানার পুলিশ। শনিবার রাত্রে বিশেষ সূত্রে খবর পেয়ে বাবুইজোড় গ্রাম পেরিয়ে বাঁকা নদীঘাটে পুলিশ হানা দিয়েছিল। পুলিশ সূত্রে জানা গেছে ওই ট্রাক্টর চালকের কাছে বালি তোলার কোন বৈধ চালান ছিল না। গ্রেফতার করা হয়েছে চালককে। পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে চালকের তিন দিনের পুলিশি হেফাজত হয়।









Post Comment