insta logo
Loading ...
×

সহদেব স্মৃতি মেলা

অমরেশ দত্ত, কেন্দা:

১৩টি মহিলা ছৌ দলের অংশগ্রহণ জমজমাট করে তুলল স্মৃতি মেলাকে। কেন্দা থানার পানিপাথর গ্রামের মা পার্বতী মহিলা ছৌ সমিতির প্রতিষ্ঠাতা স্বর্গীয় সহদেব সহিসের স্মৃতির উদ্দেশ্যে ১৩ টি মহিলা ছৌ দল নিয়ে অনুষ্ঠিত হল স্মৃতি মেলা। যাঁর স্মরণে এই মেলা সেই সহদেব সহিসের ছেলে মুকচাঁদ সহিস বলেন, বাবা শুধু ছৌ দলের প্রতিষ্ঠাতা ছিলেন না, ছিলেন আমাদের আর্দশ। পাশাপাশি এদিন উপস্থিত প্রত্যেককে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। এদিনের মেলাকে সাফল্যমণ্ডিত করতে উপস্থিত ছিলেন পানিপাথর গ্রামপঞ্চায়েত প্রধান মানসকুসুম মাহাতো, পূর্ণিমা মাহাতো, নারান চন্দ্র মাহাতো সহ মা পার্বতী মহিলা দলের ছৌ শিল্পীরা, সদস্যরা ও এলাকার মানুষজন ।

Post Comment