নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
পুরুলিয়া জেলা পরিষদের কো-মেন্টরের নতুন দায়িত্ব দেওয়া হলো পুরুলিয়া জেলা তৃণমূলের প্রবীণ নেতা সহদেব মাহাতোকে।
এই পদে দীর্ঘদিন ছিলেন জয় বন্দ্যোপাধ্যায়। তার কাজকর্মকে ঘিরে নানান প্রশ্ন উঠেছিল তৃণমূলের অন্দরে। তাই হারাতে হলো কুরসি, বলে দলীয় সূত্রের খবর। কো-মেন্টর সহদেব মাহাতো বলেন, “দল যে দায়িত্ব দিয়েছে তা যথাযথ ভাবে পালন করব।”
Post Comment