নিজস্ব প্রতিনিধি, মানবাজার : পুজোর মুখে লাগাতার বর্ষণে বন্যা পরিস্থিতি খরার জেলা পুরুলিয়াতেও। মানবাজার ১ নং ব্লকের বামনিতে নদীর উপচে পড়া জল ভেঙে দিয়েছে সেতু। চরম আতান্তরে পড়েছেন দুই পারের মানুষ। ভগ্ন সেতু পরিদর্শন করলেন পুরুলিয়ার সভাধিপতি নিবেদিতা মাহাতো। সঙ্গে ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হংসেশ্বর মাহাতো। কীভাবে বিকল্প উপায়ে দুই পারের মানুষের যাতায়াতের ব্যবস্থা করা যায় তা নিয়ে আধিকারিকদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন সভাধিপতি। সেতু পুনর্নিমাণের ব্যাপারেও হয় আলোচনা।
Post Comment