নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান :
ফের মিললো অসংখ্য পদচিহ্ন।দলমার ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ার ১২ দিন পর ফের জিনাতের আশিক ফিরল বান্দোয়ানে। সে যেন তার প্রেমিকার গন্ধ ভুলতেই পারছে না। আর তাই ঝাড়খণ্ড পুরুলিয়ায় নতুন টাইগার করিডর গড়ে ফেলেছে বানজারা বাঘটি।
শুক্রবার বান্দোয়ানের সেই রাইকা পাহাড়তলির ভাঁড়ারি জঙ্গলে প্রবেশ করে ওই রয়্যাল বেঙ্গল টাইগার। সে যে বাংলায় ফিরেছে তার অসংখ্য পদচিহ্ন মিলেছে। ঝাড়খণ্ডের পূর্ব সিংভূমের পটমদা থানার জোড়সা, ঝুঁঝকা, টুঙ্গুবুরু সহ পুরুলিয়ার বান্দোয়ানের ঘাঁটিহুলি, যমুনাগোড়া, ভাঁড়ারি জঙ্গলে অসংখ্য পায়ের ছাপ পাওয়া যায়। বৃহস্পতিবার বৃষ্টি হওয়ায় এদিন সকালবেলায় পায়ের ছাপ একেবারে স্পষ্ট ভাবে দেখতে পান ওই এলাকার মানুষজন। অবশ্য ওই রয়্যাল বেঙ্গল টাইগারের নিরাপত্তার কথা ভেবে বন দফতর কিছুই জানাতে চায়নি।

এখন রয়্যাল বেঙ্গল টাইগারটি রাইকা পাহাড়ের কাছে ভাঁড়ারি যে জঙ্গলে আছে, গত বছরের শেষ সপ্তাহে এখানেই প্রায় আট দিন ছিলো ওড়িশার সিমলিপাল ব্যাঘ্র প্রকল্পের বাঘিনী জিনাত। এদিকে তার আশিক বলে চিহ্নিত এই বাঘকে দক্ষিণবঙ্গের গর্ব বলে উল্লেখ করেছে রাজ্য বনবিভাগ। তাই প্রথমে বাঘ বন্দি অভিযান হলেও এখন তা বন্ধ। ঝাড়খন্ডেও হচ্ছে না কোন বাঘ বন্দি অভিযান। বাংলা- ঝাড়খন্ড দুই রাজ্যেই রয়্যাল দর্শন করা প্রত্যক্ষদর্শীরা বনবিভাগকে জানিয়েছেন পালামৌ থেকে আসা এই রয়্যাল বেঙ্গল টাইগার একেবারে হিংস্র নয়। তাই জিনাতের আশিককে শুধু নজরদারিতেই রাখছে বাংলা- ঝাড়খন্ড বনবিভাগ।
Post Comment