অমরেশ দত্ত, মানবাজার:
হেরে গেল রোহিত। না, এবার রোহিত শর্মা নন, আর খেলাটা ক্রিকেটও নয়। ১৬ দলের ফুটবল প্রতিযোগিতার ফাইনালে পরাজয় হলো রোহিত অ্যাকাডেমির। তাদের টাইব্রেকারে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় শালগাঘুটু স্মৃতি শক্তি ক্লাব।মানবাজার ১ নং ব্লকের জিতুজুড়ি অঞ্চলের কুন্দরু ডিহাডুংরী ফুটবল ময়দানে দু’দিন ধরে আয়োজিত হল ফুটবল প্রতিযোগিতা। প্রতিযোগিতায় মোট ১৬টি দল অংশগ্রহণ করেছিল। বুধবার ছিল ফাইনাল। শুধু ফাইনাল নয়, গোটা ফুটবল প্রতিযোগিতায় দর্শকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এদিন উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সন্ধ্যারানি টুডু, জেলা পরিষদের প্রাক্তন শিক্ষা কর্মাধ্যক্ষ গুরুপদ টুডু সহ বিশিষ্টজনেরা।
Post Comment