নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর : মহাঅষ্টমীর সকালে গড় পঞ্চকোট পাহাড়তলি থেকে রক পাইথন উদ্ধার করল
বনদপ্তর। শুক্রবার কংসাবতী উত্তর বনবিভাগের রঘুনাথপুর বনাঞ্চলের গড় পঞ্চকোট পাহাড়তলির কচবেল গ্রাম থেকে ওই রক পাইথন উদ্ধার উদ্ধার হয়। সন্ধিপুজো ও অঞ্জলি শেষে প্রায় সকাল ৯ টা নাগাদ ওই রক পাইথন উদ্ধার হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। সাপ দেখতে ভিড় জমে যায়। ওই রক পাইথনটি লোকালয়ে চলে আসার পর এলাকার মানুষজনই বনদপ্তরে খবর দিলে রঘুনাথপুর বনাঞ্চল থেকে একটি টিম দ্রুত সেখানে গিয়ে ওই পাইথনটিকে উদ্ধার করে। উদ্ধারের পর সাপটিকে কিছুক্ষণ পর্যবেক্ষণে রেখে তাকে গড় পঞ্চকোটের জঙ্গলেই ছেড়ে দেওয়া হয়। এই পাহাড় ও পাহাড়তলি এলাকা রক পাইথনের আবাস! বেশ কয়েক বছর ধরে জঙ্গলমহলের এই জেলায় বন দপ্তরের বন্যপ্রাণ নিয়ে সচেতনতার প্রচারে সুফল মিলছে। আগে গড় পঞ্চকোট হোক বা জেলার অন্যত্র লোকালয়ে সাপ চলে এলেই তাকে পিটিয়ে মেরে ফেলা হতো। এখন অবশ্য সেই ছবির বদল ঘটেছে।
অষ্টমীর সকালে গড় পঞ্চকোটে রক পাইথন
admin@puruliamirror.com
Add your Biographical Information. Edit your Profile now.
Post Comment