নিজস্ব প্রতিনিধি, সাঁতুড়ি: পেল্লাই সাইজের রক পাইথন উদ্ধার হল সাঁতুড়ি থেকে। বুধবার কংসাবতী উত্তর বনবিভাগের সাঁতুড়ির মাঞ্জুরিয়া থেকে ওই রক পাইথন উদ্ধার হয়। পাইথনটি লোকালয়ে চলে আসায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বনদপ্তর জানিয়েছে, পাইথনটি লম্বায় ৫ ফুট ৭ ইঞ্চি। ওজন প্রায় ৯ কেজি। পাইথনটিকে উদ্ধার করে পর্যবেক্ষণে রাখার পর যথারীতি জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।

Post Comment