নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি: চাষের জমি থেকে ময়াল উদ্ধার করলেন বন কর্মীরা। শুক্রবার বাঘমুন্ডির সেরেঙডি এলাকার একটি চাষের জমিতে ময়াল দেখতে পাওয়াকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় মানুষদের নজরে আসা মাত্রই তারা বন কর্মীদের খবর দেন। তারপর বন কর্মীরা দ্রুত সেখানে পৌঁছে ময়ালটিকে উদ্ধার করে দুয়ারসিনি জঙ্গলে ছেড়ে দেন।
Post Comment