insta logo
Loading ...
×

পুঞ্চায় অতিকায় পাইথন, উত্তেজনা

পুঞ্চায় অতিকায় পাইথন, উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, পুঞ্চা: নাইলনের জাল কেটে একটি রক পাইথন উদ্ধার করল বন দফতর। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার পুঞ্চা থানার গোপালগাড়া গ্রামে। ঘটনার খবর পাওয়ার পর পুঞ্চা রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ৬ ফুট লম্বা রক পাইথনটিকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেন।

Post Comment