নিজস্ব প্রতিনিধ, ঝালদা: চাষের জমির বেড়াজালে আটকে পড়ল একটি বিশালাকার অজগর। শুক্রবার সাতসকালে ঘটনাটি ঘটেছে ঝালদা থানার কুদলং গ্রামে। এলাকার মানুষজন জানিয়েছেন, ওই গ্রামের বাসিন্দা তাপস কুইরির বাড়ি সংলগ্ন চাষের জমিতে নাইলনের বেড়াজাল দেওয়া ছিল। আর সেখানেই ওই সাপটি আটকে পড়ে থাকতে দেখা যায়। পরে ঘটনার খবর পেয়ে বন দফতরের ঝালদা রেঞ্জের কর্মীরা ৭ ফুট লম্বা ১৩ কেজি ওজনের ওই সাপটিকে উদ্ধার করে পার্শ্ববর্তী জঙ্গলে ছেড়ে দেয়।

Post Comment