insta logo
Loading ...
×

অজগর উদ্ধার আড়শায়

নিজস্ব প্রতিনিধি, আড়শা: রাতের অন্ধকারে উদ্ধার হল বিশাল আকৃতির অজগর। ঘটনা আড়শা ব্লকের রাঙামাটি গ্রামের কবরস্থান এলাকায় সোমবার। আড়শা থেকে বাড়ি ফেরার পথে আচমকায় অজগর সাপটিকে প্রথমে দেখতে পান গ্রামের এক ব্যক্তি। এরপরে তিনি স্থানীয়দের জানান। খবর পেয়ে সাপটিকে দেখতে ভিড় জমান গ্রামের মানুষ। আতঙ্ক ছড়ায় এলাকায়। খবর দেওয়া হয় বনদপ্তরকে। বনদপ্তরের কর্মীরা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান।সাপটি লম্বায় প্রায় ১২ ফুট ছিল বলে স্থানীয় বাসিন্দারা জানান।

Post Comment