নিজস্ব প্রতিনিধি,বলরামপুর: লোকালয় থেকে বিশালাকার একটি রক পাইথন উদ্ধার করল বন দফতর। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বলরামপুর রেঞ্জের কামারজারা গ্রামে। পরে ঘটনার খবর পেয়ে বন কর্মীরা ঘটনাস্থল থেকে ১০ ফুট লম্বা ও ২০ কেজি ওজনের ওই সাপটিকে উদ্ধার করে। বন দফতর জানিয়েছে, আপাতত ওই সাপটিকে রেঞ্জ কার্যালয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
Post Comment