বিশ্বজিৎ সিং সর্দার , পুরুলিয়া
বিজ্ঞানের প্রতি ছাত্র-ছাত্রীদের আগ্রহ বৃদ্ধি করতে রোবটিক্স-র উপর ১০ দিনের বিজ্ঞানভিত্তিক সেমিনার অনুষ্ঠিত হচ্ছে পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রে। এই সেমিনারে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। পুরুলিয়া জিলা বিজ্ঞান কেন্দ্র এবং অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে বুধবার পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্র এক্সিবিশন হলে ১০ দিনের রোবটিক্স কর্মশালার সূচনা হয় বুধবার। এই কর্মসূচির উদ্বোধন করেন সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ধনঞ্জয় রক্ষিত। এছাড়াও উপস্থিত ছিলেন অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের ডিন ডঃ সজল সাহা এবং জেলা বিজ্ঞান কেন্দ্রের আধিকারিক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় সহ বহু বিশিষ্টজনেরা।
এ বিষয়ে জেলা বিজ্ঞান কেন্দ্রের আধিকারিক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় বলেন , গত বছর চন্দ্রযানের সাফল্য বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বিশেষভাবে উৎসাহিত এবং অনুপ্রাণিত করেছে। ভারত যান্ত্রিক ভাবে কোথায় পৌঁছাতে পারে তার অন্যতম উদাহরণ চন্দ্রযান। আর এই কর্মশালার মূল লক্ষ্য তাঁরা একটি স্বয়ংক্রিয় রোভার বানাবেন। এই রোভারটি দূর-নিয়ন্ত্রিত। রোভারের মধ্যে রয়েছে ২ টি স্বয়ংক্রিয়,যেটি কোনো দূরবর্তী স্থান থেকে সেই নির্দিষ্ট স্থানের তাপমাত্রা ও আর্দ্রতার তথ্য পাঠাবে। এই রোবটিক্স কর্মশালায় যোগ দিতে পেরে খুশি ছাত্র-ছাত্রীরা। তারা বলেন , এই রোবটিক্স কর্মশালার মধ্য দিয়ে নতুন কিছু শেখার সুযোগ পাচ্ছেন। এদিন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন বেলথরিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রের এই কর্মশালার পরিদর্শন করেন। পুরুলিয়া বিজ্ঞান কেন্দ্র এবং অ্যাডামাস বিশ্ববিদ্যালয় যৌথ উদ্যোগের প্রশংসা করেন তিনি।
জেলা বিজ্ঞান কেন্দ্র সূত্রে জানা গিয়েছে , পুরুলিয়া জেলার প্রান্তিক বিদ্যালয় গুলি মিলিয়ে মোট ৫০টি বিদ্যালয়ে আবেদন করেছে। প্রায় ৫০০ জন ছাত্র-ছাত্রী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। এই কর্মসূচির ফলে আগামী দিনে বিজ্ঞানের প্রতি আরও আগ্রহ বাড়বে ছাত্র-ছাত্রীদের।











Post Comment