নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
গোপন সূত্রে খবর পেয়ে ডাকাতির ছক বানচাল করল পুরুলিয়া মফস্বল থানার পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে দু’জন দুষ্কৃতীকে। পুলিশ জানিয়েছে ধৃতরা হল প্রসেনজিৎ কুমার ও শেখ বাবু। প্রসেনজিতের বাড়ি কোটশিলা থানার ডুঁড়গু ও শেখ বাবুর বাড়ি হুড়া থানার হিজুলি গ্রামে।
ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে গাঁইতি, ধারালো ছুরি ও লোহার রড। বৃহস্পতিবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাদের ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
পুলিশের কাছে খবর আসে বুধবার রাতে একদল দুষ্কৃতী হুটমুড়া আশ্রমের কাছে একটি ঝোপের কাছে ডাকাতির উদ্যেশ্যে জড়ো হয়েছে। সেই খবরের ভিত্তিতে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে গিয়ে দু’জন দুষ্কৃতীকে গ্রেফতার করা হলেও বাকিরা পালিয়ে যায়।










Post Comment