নিজস্ব প্রতিনিধি , সাঁওতালডি :
বাড়ি ফাঁকা দেখে তাণ্ডব চালালো দুষ্কৃতীরা। নগদ টাকা, থালা বাসন সহ অলংকার চুরির অভিযোগ উঠল ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার পুরুলিয়ার সাঁওতালডি থানায় অজ্ঞাত পরিচয় ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বেলকুরা গ্রামের বাসিন্দা দিলীপ কুমার মুখোপাধ্যায়।
পুলিশ সূত্র জানা গিয়েছে , দিলীপ মুখোপাধ্যায় গত ২৪-শে ডিসেম্বর স্ত্রীকে ডাক্তার দেখানোর জন্য কলকাতায় গিয়েছিলেন। সেই সময় তার বাড়ি ফাঁকাই পড়েছিল। বৃহস্পতিবার সকালে তিনি বাড়ি ফিরে দেখেন, বাড়ির সদর দরজার তালা ভাঙা অবস্থায় পড়ে আছে। এরপর বাড়িতে প্রবেশ করে তিনি দেখেন আলমারি খোলা অবস্থায় রয়েছে। লণ্ডভণ্ড অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সমস্ত জিনিসপত্র। তার বাড়ি থেকে নগদ ৫০ হাজার টাকা ছাড়াও থালা, বাসন এবং কয়েক লক্ষ টাকার অলংকার চুরি করে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা বলে অভিযোগ। দিলীপ বাবুর অভিযোগের ভিত্তিতে একটি সুনির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
Post Comment