নিজস্ব প্রতিনিধি, জয়পুর :
বরাদ্দ হয়েছিল ৪৫ লক্ষ টাকা। টেন্ডার লেসে ৩৬ লক্ষ টাকায় পিচ রাস্তা পেলো পুরুলিয়ার প্রত্যন্ত গ্রাম। জয়পুর ব্লকের ঘাঘরা অঞ্চলের বড়কিটাঁড়ে জেলা পরিষদ থেকে পঞ্চদশ অর্থ কমিশনের অর্থানুকূল্যে তৈরি হওয়া রাস্তার উদ্বোধন হলো বুধবার। নারকেল ফাটিয়ে এবং ফিতে কেটে রাস্তার উদ্বোধন করলেন জয়পুর পঞ্চায়েত সমিতির সভাপতি ঋষিপদ গোপ। উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নীলাঞ্জনা পট্টনায়ক চ্যাটার্জি সহ অন্যান্যরা।
Post Comment