অমরেশ দত্ত, মানবাজার:
পানীয় জলের কল থেকে বেরোচ্ছে পোকা। নোংরা জল খেয়ে অসুস্থ হয়ে পড়ছেন এলাকাবাসী। প্রশাসনকে জানানো হয়েছে বারংবার। এই অভিযোগ তুলে পথ অবরোধ হয়েছিল। এবিষয়ে স্থানীয়রা জানান, প্রশাসনের পক্ষ থেকে শুধু আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু কোন স্থায়ী সমাধান হয়নি।মূলত কয়েক মাস ধরে পানীয় জলের কল থেকে বেরোচ্ছে পোকা এবং এই নোংরা জল খেয়ে অসুস্থ হয়ে পড়ছে এলাকাবাসী।পরিশ্রুত পানীয় জলের দাবিতে আজ শুক্রবার পথ অবরোধ করে মানবাজার নামোপাড়া এলাকার বাসিন্দারা। ফলে আটকে পড়ে যানবাহন। ঘটনাস্থলে পৌঁছায় মানবাজার থানার পুলিশ।এরপর মানবাজার ১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাশীষ ধর ও মানবাজার ১ নং পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি দিলীপ পাত্র অবরোধকারীদের সমস্যা সমাধানে আশ্বাস দিলে অবরোধ তুলে নেন অবরোধকারীরা।
Post Comment