নিজস্ব প্রতিনিধি , জয়পুর:
পাড়া-প্রতিবেশীর মাতলামিতে অতিষ্ঠ গ্রাম। তাই হাতে ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে পথে নামলেন জয়পুরের মহিলারা। শুক্রবার পুরুলিয়ার জয়পুর ব্লকের পালঞ্জা গ্রামে শতাধিক মহিলা মিছিল করে মদের দোকান বন্ধের দাবিতে বিক্ষোভ দেখান। মিছিল ঘুরে ফরেস্ট মোড়ে এসে রাজ্য সড়ক অবরোধ করে তাঁরা।
অবরোধে দাঁড়িয়ে এক মহিলা বললেন, “রোজ রাতে মদ খেয়ে ঝগড়া। মেয়েদের গায়ে হাত তোলে। ছেলেরা খারাপ পথে যাচ্ছে। আর সহ্য হয় না।”
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দীর্ঘ আলোচনা হয় মহিলাদের সঙ্গে। শেষে তদন্তের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। এরপর জয়পুর থানায় লিখিত অভিযোগ জমা দেন মহিলারা। তাঁদের হুঁশিয়ারি, “এবার যদি মদের বিক্রি না বন্ধ হয়, আরও বড় আন্দোলন হবে।”
আবগারি দফতরের দাবি, এলাকায় নিয়মিত অভিযান চলছে। অবৈধ ভাটিগুলির ওপর নজর রাখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।










Post Comment