insta logo
Loading ...
×

পথ দুর্ঘটনা বরাবাজারে, জখম ৫

পথ দুর্ঘটনা বরাবাজারে, জখম ৫

নিজস্ব প্রতিনিধি , বরাবাজার :

আবারও এক পথ দুর্ঘটনার সাক্ষী থাকল পুরুলিয়ার বরাবাজার। ‌ গুরুতর আহত ৫ জন। ‌ ঘটনাটি ঘটে বরাবাজার কিষাণ মান্ডি তালতলাতে। বান্দোয়ান রোড থেকে আসা এক বাইক আরোহীর সঙ্গে বরাবাজারের দিক থেকে আরেক বাইক আরোহির সংঘর্ষ হয়। এতেই দুই বাইক আরোহী ছিটকে পড়ে যায়। বিকট শব্দ শুনে ছুটে আসেন এলাকার মানুষজন। ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে বরাবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় পুলিশ। খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় বরাবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি উত্তম মিশ্র। খবর দেওয়া হয় তাদের পরিবারে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে , বান্দোয়ান রোড থেকে বরাবাজার দিকে যে বাইকটি আসছিল সেই বাইকে ছিল তিনজন। তাদের বাড়ি বরাবাজার থানার লঙ্কাতে। আহতদের নাম প্রকাশ মিশ্র বয়স আনুমানিক ৩৩ বছর। প্রবীর মিশ্র-র বয়স আনুমানিক ৪০। তার সাথে ছিল ৬ বছরের একটি বাচ্চা। অন্যদিকে বরাবাজার থেকে কিষান মান্ডির দিকে যারা যাচ্ছিলেন তারা হলেন লোকেশ মাহাতো। বয়স আনুমানিক ১৫ বছর। বাড়ি হুরলুং গ্রামে। জখম রাকেশ মাহাতোর বয়স আনুমানিক ১৭ বছর। বাড়ি ডুড়কু গ্রামে। পাঁচজনই গুরুতর জখম থাকায় সকলকেই প্রাথমিক চিকিৎসা করে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। প্রত্যক্ষদর্শী নিমাই মাহাতো জানান, দ্রুতগতিতে বাইক চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

বারে বারে পথ দুর্ঘটনা হচ্ছে পুরুলিয়ার বরাবাজারে। ফলে দুর্ঘটনা রুখতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বারংবার প্রচার চালানো হচ্ছে। ‌ কিন্তু তাতেও সচেতনতা ফিরছে না। ফলে দুর্ঘটনার সংখ্যা বেড়েই যাচ্ছে।

Post Comment