বিশ্বজিৎ সিং সর্দার, পুরুলিয়া :
এক আইপিএল ফাইনালে সেঞ্চুরি আরেক আইপিএল ফাইনালে হাফ সেঞ্চুরি।উইকেটের পিছনে যিনি একসময় ভারতের উড়ন্ত বাজ ছিলেন সেই পাপালি ওরফে ঋদ্ধিমান সাহা নিজে পুরুলিয়াতে মাসে দুবার এসে বাচ্চাদের ক্রিকেট খেলার তালিম দেবেন। এমন কথা জানালেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেট খেলোয়াড় ঋদ্ধিমান সাহা নিজেই।
মঙ্গলবার ঋদ্ধিমানের স্বাগত সভার মধ্য দিয়ে শুরু হল ক্রিকেট প্রশিক্ষণ কেন্দ্রের সূচনা। জানা গিয়েছে প্রান্তিক জেলা পুরুলিয়া থেকে ভালো ক্রিকেট খেলোয়াড় তৈরি করার লক্ষ্যেই শুরু হচ্ছে টি রেক্স নামক ক্রিকেট প্রশিক্ষণ কেন্দ্র। যেখানে আধুনিকভাবে ক্রিকেট খেলার তালিম দেবেন প্রশিক্ষকেরা। যেখানে মাসে দুবার এসে বিশেষভাবে তালিম দিবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় দলের প্রাক্তন খেলোয়াড় ঋদ্ধিমান সাহা।
মঙ্গলবার সকাল নটা থেকে জিইএল চার্চ ময়দানে ঋদ্ধিমানের হাত দিয়ে শুরু হয়ে গেল ক্রিকেট প্রশিক্ষণ কেন্দ্র। শতাধিক বাচ্চারা তালিম নিচ্ছে সেখানে। তারপরই পুরুলিয়া এমএসএ ময়দানে অনুষ্ঠিত হয় ঋদ্ধিমান স্বাগত সভা। সেখানে তাঁকে দেখার জন্য কাতারে কাতারে মানুষ জনেরা ভিড় জমান। এম এস এ ময়দানের পাশাপাশি এদিন সন্ধ্যায় পুরুলিয়া ক্লাবে অপর একটি সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। সেখানেও তাঁকে পুষ্প স্তবক, স্মারক দিয়ে বিশেষভাবে সম্মানিত করা হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে ঋদ্ধিমানকে ঘিরে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায় পুরুলিয়াবাসীর মধ্যে।
Post Comment