insta logo
Loading ...
×

রদবদল জেলা পুলিশে

রদবদল জেলা পুলিশে

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

রদবদল জেলা পুলিশে। বেশ কয়েকজন আধিকারিক পেলেন নতুন পোস্টিং। পুঞ্চা থানার ওসি সুকুমার হোতা হচ্ছেন ওসি,নিতুড়িয়া। তাঁর জায়গায় পুঞ্চা থানার ওসি হচ্ছেন বর্তমানে কেন্দা থানার ওসি দীপঙ্কর বিশ্বাস। বান্দোয়ান থানায় কর্মরত সাব ইন্সপেক্টর শুভজিৎ নন্দী আসছেন কেন্দা থানার নতুন ওসি হয়ে। আনাড়া আউট পোস্টের ইন চার্জ স্নেহাশিস মন্ডল হচ্ছেন বোরো থানার ওসি। পুরুলিয়া টাউন থানায় কর্মরত সাব ইন্সপেক্টর বিশ্বজিৎ সরকার পেয়েছেন ওসি হুড়ার পদ। লেডি সাব ইন্সপেক্টর সুমনা কর পাচ্ছেন তুলিন আউট পোস্টের ইনচার্জের দায়িত্ব। তিনি মফস্বল থানায় কর্মরত ছিলেন। আনাড়া আউট পোস্টের ইন চার্জ হচ্ছেন এস আই এসকে আমানুর। তিনি রঘুনাথপুর থানায় কর্মরত ছিলেন। সাইবার ক্রাইম থানায় কর্মরত অঞ্জন কুমার বিশ্বাস যোগ দিচ্ছেন সুইসা আউট পোস্টের ইন চার্জ হিসেবে। পুরুলিয়া পুলিশা লাইন থেকে পুরুলিয়া মফস্বল থানায় আসছেন সাব ইন্সপেক্টর তুফান কুমার দাঁ। বোরো থানার ওসি মনতাজ শেখ হচ্ছেন বান্দোয়ান থানার ওসি। আজ ২৫ নভেম্বর এই বদলির আদেশনামাতে সই করেছেন পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। পুলিশ সূত্রে জানা গেছে এ হলো পুলিশের রুটিন রদবদল।

Post Comment