insta logo
Loading ...
×

হঠাৎ গোডাউনে দেবী লক্ষ্মীর বাহন!

হঠাৎ গোডাউনে দেবী লক্ষ্মীর বাহন!

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর : চমকে উঠল সবাই৷ লক্ষ্মীপূজা পার হয়েছে এক পক্ষও হয়নি আর হঠাৎ এক ব্যক্তির গোডাউন থেকে একটি লক্ষ্মী পেঁচা উদ্ধার করল বন দপ্তর। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার বলরামপুর ব্লক সদরের পোস্ট অফিস মোড়ে। পেঁচাটিকে উদ্ধারের পর নজরদারিতে রাখা হয়েছে। স্থানীয় ও বন দপ্তর সূত্রে জানা গিয়েছে পোস্ট অফিস মোড়ে একটি বস্তার গোডাউনে ওই পেঁচাটিকে দেখা যায়। দীর্ঘক্ষণ মা লক্ষ্মীর বাহনকে এক জায়গায় বসে থাকতে দেখে বিষয়টি বন দপ্তরে জানানো হয়। পরে বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ওই পাখিটিকে উদ্ধার করেন।

Post Comment