নিজস্ব প্রতিনিধি, আদ্রা:
অভিযোগ দায়ের হওয়ার এক দিনের মাথায় নিখোঁজ এক কিশোরীকে উদ্ধার করল পুরুলিয়ার আদ্রা থানার পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম গৌরব কুমার। তার বাড়ি আদ্রা থানার গয়াডি গ্রামে।
সোমবার বিকেলে স্কুলের কিছু জিনিস পত্র আনতে বাজারে গিয়েছিল বছর ১৬ র ওই কিশোরী। রাত হলেও সে বাড়ি ফেরেনি দেখে খোঁজ শুরু করে পরিবারের লোকজন। শেষে তারা আদ্রা থানার দ্বারস্থ হন। অপহরণের মামলা রুজু করে তদন্ত শুরু হয়। মোবাইল ফোনের সুত্র ধরে ঝাড়খণ্ডের ধানবাদ এলাকা থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। সেখান থেকেই গ্রেফতার করা হয় অভিযুক্ত যুবককে।মঙ্গলবার রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজত হয়।এদিনই উদ্ধার হওয়া ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষা হয়েছে। এদিনই সে আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দী দেয়।
Post Comment