নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর:
বিরল প্রজাতির পেঁচা উদ্ধার। জানা গেছে এটি হলো রক ঈগল আউল। বুধবার রঘুনাথপুর থানার সেনেড়া গ্রামের কাছে এটিকে দেখতে পান এলাকার মানুষজন। রঘুনাথপুর রেঞ্জের বন কর্মীরা ওই পেঁচাটিকে উদ্ধার করে। বন দফতর জানিয়েছে প্যাঁচাটি পুরো পুরি সুস্থ। সেটিকে বৃহস্পতিবার তার বাসস্থান এলাকায় ছেড়ে দেওয়া হয়।
Post Comment